ভেল্কি র - শর্ত এবং নির্দেশনা সমুহ
সকল সুপার এবং মাস্টার এজেন্ট এবং সকল ইউজার এই নিয়মের অন্তর্গত।
** ওয়েবসাইট টি যেহেতু বেটফেয়ার এর মাধ্যমে চলে – সেহেতু বেটফেয়ার এর নিয়ম এবং স্বিদ্ধান্ত অনুযায়ী সব কিছু হয়। এই বেট সাইটে বেট করতে হলে আপনাকে বেটফেয়ার এবং ভেল্কি র ম্যানেজমেন্ট যে কোন স্বিদ্ধান্ত আপনাকে বিনা শর্তে মেনে নিতে হবে।
ইউজার এর জন্য নির্দেশনা এবং শর্তঃ
** প্রতিবার এজেন্ট এর কাছ থেকে পয়েন্ট নেবার আগে - এজেন্ট এর কাছে লেনদেন এর তথ্য জেনে নিতে হবে। যেহেতু এজেন্ট এক এক সময় এক ভাবে লেনদেন করে সেহেতু এই তথ্য জানা জরুরী। ** সকাল ৯ঃ৪৫ এর আগে এবং রাত ১০ঃ৩০ এর পরে কোন ইউজার যদি এজেন্ট কে টাকা পাঠায় - অই টাকার দায়ভার ভেল্কি নিবে না। ** বিকাশ/নগদ এ টাকা পাঠানোর ২ ঘন্টার মধ্যে এজেন্ট এর সাথে যোগাযোগ করে পয়েন্ট নিতে হবে। ২ ঘন্টা পরে - টাকা কাউন্ট করা হবে না। ** প্রতিদিন বাংলাদেশ সময় ৯ঃ৩০ মিনিট এ - একাউন্ট এ কত পয়েন্ট আছে - তার একটা স্ক্রীনশট রাখতে হবে। যদি আপনি পয়েন্ট এর হিসাব না বুঝেন - তাহলে এই তথ্য আপনাকে সাহায্য করবে। ** এজেন্ট ইউজার এর অনুমতি ব্যাতীত কোন পয়েন্ট ডিপোজিট বা উইথড্র করলে - সঙ্গে সঙ্গে এজেন্ট কে অভিযোগ করতে হবে - যদি এজেন্ট উত্তর না দেয় - তাহলে তার সুপার এজেন্ট কে অভিযোগ করতে হবে। যদি সুপার এজেন্ট উত্তর না দেয় - তাহলে এডমিন কে অভিযোগ করতে হবে। ** এজেন্ট যদি ভুল করে কোন পয়েন্ট ডিপোজিট করে ফেলে - তাহলে ইউজার অই পয়েন্ট দিয়ে কোন ভাবেই বেট ধরতে পারবেন না। যদি পয়েন্ট দিয়ে বেট ধরে ফেলেন - এজেন্ট বা ভেল্কি ম্যানেজমেন্ট এর যে কোন স্বিদ্ধান্ত ইউজার কে মেনে তে নিতে হবে। ** এজেন্ট এর সাথে আপনার হোয়াটসাপ বা মেসেঞ্জার এর তথ্যাদি এবং সব লেনদেন এর তথ্যাদি অন্তত ১৫ দিন সংরক্ষন করতে হবে। ** ভেল্কি এর একটি আইডি র জন্য একজন ইউজার একের অধিক ফেসবুক আইডি ব্যবহার করতে পারবে না। ** একই সাথে কোন ইউজার ১ এর অধিক আইডি চালাতে পারবেন না। ** একটি ফেসবুক আইডি দিয়ে, ২ বা তোতধিক আইডি ভেল্কি এ খোলা যাবে না। ** খেলা শেষ হয়ে গেলে – বেট স্যাটেল হতে অথবা পয়েন্ট ফেরত দিতে ১৫ মিনিট থেকে ১ ঘন্টা সময় লাগে। তাই ১ ঘন্টার আগে কেন পয়েন্ট ফেরত আসলো না এই বিষয়ে অভিযোগ করা যাবে না। ** ইউজার কে ক্যাসিনো খেলার আগে ক্যাসিনো খেলার সব নিয়ম জানার জন্য নির্দেশ দেয়া হচ্ছে। ** সাইটে অন্য গেইম গুলো খেলার আগে - নিয়ম গুলো জেনে নিন। কোন কিছু না বুঝলে ফেইসবুক গ্রুপে পোষ্ট করতে হবে। ** মাঝে মাঝে বেটফেয়ার স্কোর ভুল দেখায় – এই জন্য ইউজারদের কে, ভেল্কি এর পাশাপাশি অন্য সাইট থেকেও স্কোর দেখার জন্য নির্দেশ দেয়া হচ্ছে। ** বেট করার পরে ইউজার দের বেট ম্যাচ হয়েছে কিনা তা দেখার জন্য অনুরোধ করা হলো। বেট ম্যাচ না হলে পরে সেই বেট ক্যান্সেল হয়ে যায়। ** খেলা শেষ হয়ে গেলে – বেট স্যাটেল হতে অথবা পয়েন্ট ফেরত দিতে ১৫ মিনিট থেকে ১ ঘন্টা সময় লাগে। কিছু কিছু ক্ষেত্রে এই সময় ২৪ ঘন্টা পর্যন্ত যেতে পারে। ** পয়েন্ট এর হিসাব এর কোন অভিযোগ যদি বেটফেয়ার কে করা হয়, তাদের দেয়া সমাধান ইউজার কে মেনে নিতে হবে। কারন এজেন্ট এর এই খানে কিছুই করার নেই।
বেটফেয়ার বা ভেল্কি সাইটের শর্তঃ
** বেটফেয়ার কোন কোন সময় বেট স্যাটেল করতে ভুল করতে পারে। ** যদি বেটফেয়ার কোন বেট স্যাটেল করতে ভুল করে - তা পরে রিস্যাটেল করতে পারে বা করে। ** বেটফেয়ার বেট যখন স্যাটেল করে তখন সে তার নিজস্ব স্কোর দেখে স্যাটেল করে। তাদের নিজস্ব স্কোর এর সাথে অন্যান্য ওয়েবসাইট এর স্কোর এর মিল নাও থাকতে পারে। ** কোন বেট এ কে কত পয়েন্ট পাবে – তার স্বিদ্ধান্ত হয় বেটফেয়ার এর মাধ্যমে। যদি বেটফেয়ার এর কোন ভুল এর কারনে কোন পয়েন্ট কাটা যায় – সেই ক্ষেত্রে ইউজার রা অভিযোগ করতে পারবেন ফেসবুক গ্রূপে অথবা তার এজেন্ট কে অথবা কাস্টমার্সাভিস এ। ** সার্ভার এর সমস্যা বা টেকনিক্যাল কোন সমস্যার জন্য - বেট করতে সমস্যা বা অন্য কোন সমস্যা হয় - সেই ক্ষেত্রে ইউজার বেটফেয়ার বা ভেল্কি এর স্বিদ্ধান্ত ই মেনে নিতে হবে। ** কোন গেইম এর রেজাল্ট এর উপরে ভিত্তি করে - বেট স্যাটেল হয়। কিন্তু বেটফেয়ার এর শর্ত অনুযায়ী তাদের ক্ষমতা আছে যে - তারা কোন গেইম এর বেট কিভাবে স্যাটেল হবে - তারা নিজেরা স্বিদ্ধান্ত নিতে পারে। তার মানে রেজাল্ট এর বাইরেও তাদের স্বিদ্ধান্ত মেনে নিতে হবে।
বেট ভয়েড বা বাতিলঃ
** বেটফেয়ার বা ভেল্কি যে কোন বেট যে কোন সময়ে বাতিল করতে পারে। ** বেট বাতিল এর হাজার হাজার নিয়ম আছে। এই নিয়ম এর জন্য বেট ভয়েড রুলস এর লিঙ্ক দেখতে হবে। ** বেট বাতিল হলে - অই বেট এর লাভ লস কিছুই হবে না। ** বেট কেন বাতিল হল - তার কারন আমরা জানার চেষ্টা করতে পারি - ভেল্কি বা বেটফেয়ার থেকে। কারন হিসাবে তারা যাই বলবে তাই ইউজার কে মেনে নিতে হবে।